যতো কিছু করবে ভাই মনকে আগে করো সেজো।
নইলে হইলে কি হয় ভাবুকধ্যানী ব্রহ্মজ্ঞানী কৃষ্ণভজা।।
না গেলে মন সরল সহজে
শিখানো বোল বল হরিবোল যতো কহো যে;
এই মন যদি কুকর্মে মজে
জীবের মাথায় চাপ পাপের বোঝা।।
মন বৈরাগ্য না করিয়ে লাভ
ত্যাগের সজ্জায় সাজে এক বজ্জাতির ভাব;
তাদের কড়ায় গণ্ডায় থাকে হিসাব
তালের পাতায় চালে গোঁজা।।
মন হলে স্বধর্মে অনিষ্ট
কর্মে শুধু টেনে আনে আপন অনিষ্ট
তাদের পূরবে নাকো মনাভিষ্ট
বৃথা তার মনমানুষ খোঁজা।।
দশইন্দ্রিয়ের কর্তা সেজে মন
সেই মন যদি আত্মার রাজ্যে করে রে ভ্রমণ;
পাগল বিজয় কয়, এমন হলে মন
তারে কি করিবে শমনরাজা।।