যদি ডাকার মতন পরিতাম ডাক্ তে।
তবে কি মা, এমন করে,
তুমি লুকায়ে থাকতে পারতে।।
আমি নাম জানি নে, ডাক জানিনে
আবার পারি না মা, কোন কথা বলতে ;
তোমায়, ডেকে দেখা পাইনে তাইতে,
আমার জনম গেল কান্ তে।।
দুঃখ পেলে মা তোমায় ডাকি,
আবার, সুখ পেলে চুপ করে থাকি ডাকতে ;
তুমি মনে বসে, মন দেখ মা,
আমায় দেখা দাও না তাইতে।
ডাকার মত ডাকা শিখাও,
না হয়, দয়া করে দেখা দাও আমাকে ;
আমি, তোমার খাই মা, তোমার পরি,
কেবল ভুলে যাই নাম করতে।।
কাঙ্গাল যদি ছেলের মত,
মা তোর, ছেলে হত তবে পারতে জানতে ;
কাঙ্গাল, জোর ক’রে কোল কেড়ে নিত,
নাহি মর্ ত বল্লে মর্ তে।।