(তাল-একতালা)
যদি তাড়াতে চাও কাম দ্রোনে।
গিয়ে রূপের দেশে, মন উল্লাসে,
যুদ্ধ কর তার সনে।।
১। সাদা ঠিক রেখ নয়ন, পলক দিওনা কখন,
রূপের ঘরে রূপ নেহারে, থাকিও চেতন।
যেমন চৌদ্দ বৎসর ছিল লক্ষণ,
অনিদ্রায় অনাহারে ভ্রমে বনে।।
২। দ্বাপরে যত যুদ্ধ হয়, সারথী শ্রী কৃষ্ণ সহায়
(কৃষ্ণের) কৃপাগুণে, সে অর্জ্জুনে, প্রাণে ভিক্ষা পায়।
তেম্নি করলে সহায়, হরির দয়ায়,
তবে জয়ী হবি কামদ্রোনের রণে।।
৩। কাম দ্রোন মহাযোদ্ধা হন, জ্ঞানধনুকে জুড়ে রূপের বাণ,
নামের হুঙ্কারেতে, শরাঘাতে, তাড়াও সে দুর্জ্জন।
অনুরাগের বসন কর ধারণ,
শ্রদ্ধা পত্র দেও গুরুর চরণে।।
৪। সেরূপ মহাযোদ্ধা সেজে, আরোহন কর মন গজে,
(ক্রোধ), লোভ, মোহ, সেনা সৈন্যে, রনে যাও সেজে।
বাজবে রনভেরি, হৃদয় পুরি, অগ্রসর হইও অতি সাবধানে।।
৫। আদিত্য বলে হও হুসিয়ার, দীনবন্ধুরে এবার
হরি গোসাইর দয়া বিনে, গতি নাইরে আর।
গুরুর আদেশ নিয়ে যুদ্ধে গিয়ে,
কামদ্রোণকে হটাও ঐ পঞ্চ বাণে।।
……………………………
লোকশিক্ষা
রাগিনী-ভোজেশ্বর