যদি ফানার ফিকির জানা যায়।
কোনরূপে ফানা করে
খোদ খোদা খুশি হয়।।
খোদার রূপ খোদই করে ধরণ
অকৈতব সে করণ কারণ
আয়ু থাকিতে হয়রে মরণ
ফানার করণ তাঁরই হয়।।
একে একে জেনে বেনা
করতে হয় চার রূপ ফানা,
একরূপে করে ভাবনা
এড়াবে সে শমন দায়।।
না জানিলে ফানার করণি
করণ হয় তাঁর মিথ্যা জানি,
সিরাজ সাঁই কয় অর্থ বানী
দেখরে লালন মুর্শিদের ঠাঁই।।