যদি ভালবাসনা, কাছেও আসনা।
দেখেও দেখো না, কোনো দিন
আমি তোমারে বন্ধু ভাসিব না ভিন।।
তুমি আমারে সৃজন করেছো
বিশ্বেরি মহিমা সাজিয়ে রেখেছো,
বহুরূপী মমতার, গন্ধ ছড়ায়েছো
অনন্ত রূপে খেলিতেছ নিশিদিন।।
প্রাণের চেয়েও ভালবাসি, তোমারে কেবল
তুমি বিহনে আমার, সকলই বিফল,
তোমারি লীলাখেলা, তোমারি কৌশল
হাসাও কাঁদাও তুমি, তোমারি স্বাধীন।।
বিন্দু স্নেহ যদি, আমারে করো দান
হয়েছিত আরও যদি, হইব অপমান,
তোমারি মমতায়, হয়ে যাব ত্রাণ
ভাবিয়া কয় তোমার, আমির উদ্দিন।।