যদি ভুল বুঝে চলে যাও
যত খুশি ব্যথা দাও
সবই তো নিরবে সইবো
তোমার লেখা গানটারে গাইব
বন্ধু – রে
তোমার লেখা গান টারে গাইব।।
মন গগনে ফুল বনে তুমি বনমালী
ঐ দিন তো আমি ছিলাম
প্রথম গানের কলি
দু’টি বীণায় একই সুর
ভালবাসা কি মধুর
তোমায় ছেড়ে যত দুরে যাইবো
তোমার লেখা গান টারে গাইব
বন্ধু – রে
তোমার লেখা গান টারে গাইব।।
যে গানের বিনিময়ে
ভালবাসা-বাসি
সে গানের ছন্দে দিতাম
মুক্তা ঝরা হাসি
সেই মিলন ও রজনী
আজো তারে ভুলিনি
বিরহ রাগিনী স্বামী বাজবো
তোমার লেখা গান টারে গাইব
বন্ধু – রে
তোমার লেখা গান টারে গাইব।।
কূলহারা ফুল আমি
নাই কোন ঠিকানা নাই
ভুল বুঝনা মোরে
যত দুরে ভেসে যাই
পাব না জীবনের স্বাদ
নিয়ে শুধু অপবাদ
জ্বলে পুড়ে ছাই হয়ে মরব
তোমার লেখা গান টারে গাইব
বন্ধু – রে
তোমার লেখা গান টারে গাইব।।
চোর ছেচ্চর চাটুকার
কেউ রবে না পাশে
মমতার পারের ডাক
যদি নেমে আসে
ধূলা কাঁদা মূছিয়া
মাতাল রাজ্জাকের কাছে গিয়া
চির নিদ্রায় ঢলে পরব
তোমার লেখা গান টারে গাইব
বন্ধু – রে
তোমার লেখা গান টারে গাইব।।