(তাল-ঠুংরী)
যদি যাবি ওপার, কর শ্রীগুরু কান্ডারী,
হরিনামের তরী, হরিবলে তরী খোল এবার।।
যুতের হালির কাঁটা ধরি, এক নিরিখে ধর পাড়ি (মন আমার।)
ওরে অনুরাগে দাঁড় মারি, হরিনামে সারী গাও অনিবার।।
প্রোমবায়ু উঠবে মনের গুণে, ভক্তি বাদাম দাওরে টেনে।
তোল সাধন মাস্তুল যতনে, গুণের ডুবি লাগাওরে তার।।
ঐহিক সুখে দিয়ে মাত্রা, কররে মন ভবযাত্রা।
কর সাধুসঙ্গে শুভযাত্রা, পাবিরে আনন্দ বাজার।।
এই সকালে ধর পাড়ি, সাধু মহাজন বহর ধরি।
তবে অনায়াসে উঠবে পাড়ি, জলের বাড়ি লাগবেনা আর।।
গোঁসাই গুরুচাঁদকে কর নেয়ে, মহানন্দে যাওরে বেয়ে।
ওরে অশ্বিনী তুই কি সুখ পেয়ে, ভুলে রলি ভবে এবার।।