যদি শরায় কার্য সিদ্ধি হয়।
তবে মারফতে কেন মরতে যায়।।
শরিয়ত তার সরপোষ মানি
মারফত মূল বস্তু জানি,
উঠাইলে সরপোষ খানি
বস্তু লয় কি সরপোষ ধরে রয়।।
শরিয়ত আর মারফত যমন
দুগ্ধেতে মিশানো মাখন,
মাথন তুললে দুগ্ধ তখন
ঘোল বলে তা তো জানো সবায়।।
আউল আক্কেল দরিয়া
দেখনা মন তাতে ডুবিয়া,
মুর্শিদ ভজন যে লাগিয়া
লালন ডুবে ডোবে না তাই।।