যমুনার জলে কেন গেলামরে প্রাণসজনি তোদের ডাকে।
আমি মন হারায়ে এলাম সখি রে
সেই কদমতলির বাঁকে।।
দেখে অপরূপ এক অচেনা লোক
জাগলো পরানে অপূর্বপুলক,
সে এক নতুন আলোক;
সে যে আমার দিকে চাইলো এক পলক
তোদের আঁখির গোপনফাঁকে।।
সে যে হৃদয় মোর নিয়েছে কেড়ে
আমার কি হইলো সই তারে হেরে,
জ্বালা উঠলো বেড়ে
কেমনে ঘরে থাকি তারে ছেড়ে
মন-পরান দিলাম যাকে।।
সে যে কি যেন কি হয় আমার সই
আমি জানি না আমি তার কি হই,
পথ চেয়ে রই
আমার জানা অজানার মাঝে ওই
প্রাণে দেখিতে চায় তাকে।।
স্বপনের এক সংসার গড়ায়ে
ছিলো বিষয় বিষানল ছড়ায়ে;
মারিছে পোড়ায়ে
পাগল বিজয় আজ কাঁদে জড়ায়ে
অসার সংসারের জালপাকে।।