যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না
যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।
এলে ভাল হবে না।।
গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরী শিখলে কোথায়,
উচিত ফল পাবে হেথায়
নইলে টের পাবে না।।
করতে যাও শ্যাম নাগরালি
যাও যথা সে চন্দ্রাবলী,
এ পথে পড়েছে কালি
এ কালি আর যাবে না।।
কেলে সোনা জানা গেল
উপরে কালো ভিতরে কালো,
লালন বলে উভয় ভালো
করি উভয়ের বন্দনা।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….