বিষম নদী পাতাল ভেদী ত্রিবেণী
জীব নামলে পরে উঠতে নারে প্রাণে মরে তখনই।।
তড়কা তুফান ভারি, উজান বইছে দিন রজনী
বাক্ দেখে যায় অবাক হয়ে মুনিগণ ধ্যানী জ্ঞানী।।
অকূল পাথার সাধ্য বা কার, তায় বেয়ে যায় তরণী
কত সাধুর ভরা যাচ্ছে মারা, দেবতারা খায় চুবানী।।
মহেশ্বরের সাধন জোরে, পার হয়ে গেছেন তিনি
সেই নদীতে নয়ন দিয়ে, করিছেন হরির ধ্বনি।।
সামাল সামাল সেই নদীতে গোসাই কবিরের বাণী
যাদু-বিন্দু ডুবে মল, হলনা সু-সন্ধানী।।