যারে নয়ন ধরগে তারে, যে রূপে প্রাণ নিল হরে,
দেখতে দেখতে নয়ন তারে, পলক দিতে যায় গো সরে।।
তুই নয়ন মোর বান্ধব ছিলি, তবে কেন পলক দিলি,
পলকে রূপ হারাইলি, আর কি দেখা পাব ফিরে।।
তুই নয়ন থাকতে প্রহরী, তবে কেন সেই চোরা হরি,
মন প্রাণ করে চুরি, আমায় যায় পাগোল করে।।
যে রূপেতে মন মজিলো, সেও যদি আজ ছেড়ে গেল,
এ জীবনে কাজ কি বল, কাজ কি এ ছার জীবন ধরে।।
মন প্রাণ দিলাম যারে, সেও যদি আজ না চায় ফিরে,
এ দুঃখ আর বলব কারে, ওই দুঃখে মোর বুক বিদরে।।
গোলকচাঁদের মনচোরা, মহানন্দের মনোহরা,
ধরবি যদি অধর ধরা, অশ্বিনী থাক জীয়ন্তে’রে।।