ভবঘুরেকথা
বিজয় সরকার

যারে পাবিনা রে মন অকারণ
কেন তার লগিয়া ঝরে রে তোর দুনয়নের জল-
সে যে আয়নার ছবি যায় না ধরা তারে কেমন করে ধরবি বল।।

চাঁদের ভালোবাসা জানি অতি মধুময়
তারে দেখবার আশে ভালোবাসে পাবার আশে নয়;
তুই ফাঁদ পেতে চাঁদ ধরতে গিয়ে হার মেনে কাঁদলি কেবল।।

মধুরমেলা রূপের খেলা ফুলগাছের ডালে
গৌরবে মাতিয়ে কেমন সৌরভ ঢালে;
ভুল করেছিস তুলতে গিয়ে মুচড়ে ভেঙ্গে ফুলদল।।

দেবদেউলের মোহে ভুলে পূজার নৈবেদ্য
কেন মলিন হাতে ছুঁয়ে দিয়ে করলি অশুদ্ধ;
স্বার্থের ছবি ব্যর্থ সবি পেলি না সেই পূজার ফল।।

ভালোবাসিস পরান দিয়ে যাহার প্রতি টান
পাগল বিজয় বলে, চাসনে কিছু তাহার প্রতিদান;
লেনাদেনা বেচাকেনা ছেড়ে দে না ফলাফল।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!