যারে ভালোবেসেছি হোক সে যতোই কালো
সে যে কতো ভালো তোরা জানিস না।
কতো রং বেরংয়ের লোক দেখলাম সাই
তার মতন লোক দেখলেম না।।
তার কথা কি বলবো সখি
মানুষ না দেবতা সে কি
সই গো গন্ধর্ব কন্দর্প না কি দেখলাম তারে চিনলেম না;
আমায় কি দিয়ে সে কি করিলো
ভুলে কূলে রইতে পারি না।।
তার বলা মধুর চলা মধুর
বাঁশি মধুর হাসি মধুর সই গো
চোখের চাহনি মধুর সে মধুর নাই তুলনা;
সে যে পরকে আপন করে সে কি
প্রাণের গোপন রাখে না।।
তার সাথে যার নেই সম্বন্ধ
তারাই তারে বলে মন্দ সই গো
সে যে মোর নয়নান্দ দেখলে ভুলতে পারবি না;
তোরা আমার আঁখির দৃষ্টি নিয়ে
তারে দেখার মতো দেখলি না।।
ফুল যদি হয় গন্ধনাশা
ভুল যদি হয় ভালোবাসা সই গো
নিভে যায় মিলনের আশা বিধিরবিধান তাহা না;
পাগল বিজয় বলে, ভুল হয় যদি তবু
ভুলেও তারে ভুলবোনা।।
সে যে কতো ভালো তোরা জানিস না।
কতো রং বেরংয়ের লোক দেখলাম সাই
তার মতন লোক দেখলেম না।।
তার কথা কি বলবো সখি
মানুষ না দেবতা সে কি
সই গো গন্ধর্ব কন্দর্প না কি দেখলাম তারে চিনলেম না;
আমায় কি দিয়ে সে কি করিলো
ভুলে কূলে রইতে পারি না।।
তার বলা মধুর চলা মধুর
বাঁশি মধুর হাসি মধুর সই গো
চোখের চাহনি মধুর সে মধুর নাই তুলনা;
সে যে পরকে আপন করে সে কি
প্রাণের গোপন রাখে না।।
তার সাথে যার নেই সম্বন্ধ
তারাই তারে বলে মন্দ সই গো
সে যে মোর নয়নান্দ দেখলে ভুলতে পারবি না;
তোরা আমার আঁখির দৃষ্টি নিয়ে
তারে দেখার মতো দেখলি না।।
ফুল যদি হয় গন্ধনাশা
ভুল যদি হয় ভালোবাসা সই গো
নিভে যায় মিলনের আশা বিধিরবিধান তাহা না;
পাগল বিজয় বলে, ভুল হয় যদি তবু
ভুলেও তারে ভুলবোনা।।