যার অন্তরে লেগেছে সই কৃষ্ণপ্রেম পিরিতির রেখা।
তার লোভ মিটে না ক্ষোভ ছুটে না
যেমন ওঠে না পাষাণের লেখা।।
জ্বলিছে মরম ব্যথায়
বলিতে পারে না কথায়
কি ব্যথা সে জানে একা;
তার বুক ফেটে যায় মুখ ফোটে না
যেমন বোবা লোকের স্বপ্ন দেখা।।
বাহিরে যতো জল ঢালো
অন্তরে পুড়ে হয় তার কালো
এমনি সে অগ্নি দাহিকা;
যেমন কলের জাহাজ জলে চলে
বুকে জ্বলে অগ্নিশিখা।।
মুখ দেখে দু:খ বুঝে লবে
এমন দুখদরদি কেউ নাই ভবে
বিনা সেই মরম সখা;
আমি বুক চিরে দু:খ দেখাইতাম
যদি পেতাম সেই নিঠুরের দেখা।।
বুকে মেরে মিছরিছুরি
মম পরান করে চুরি
প্রেম পিরিতির এমনি ঠেকা;
পাগল বিজয় বলে, ভালোবেসে শেষে
সাজিলাম দুনিয়ার ন্যাকা।।