যার লাগিয়া কাঁদিস রে মন তার চোখে নাই জল।
কেবল পরের কান্না কেঁদে গেলি
পেলি না সে কান্নার ফল।।
পরান চিরে যারে দিলে ঠাঁই
তার প্রাণে তো চায় না তোরে তুই তো বুঝিস নাই;
কেবল ঘি ঢালিয়ে ভিজালি ছাই
সকলি হলো বিফল।।
আলোর আশে আলেয়ার প্রতি
মরণ ভুলে মরীচিকায় হরিণের গতি;
এবার তোর গতি হলো তেমনি
চিনলিনা আসল নকল।।
যার দু:খে তোর চোখে অশ্রুধার
তোর দু:খে তার হাসিমুখ ধারে না তোর ধার;
তুই এই কান্না কাঁদবি কতো আর
সময় থাকতে সমঝে চল।।
যার কান্না কাঁদিলে এক নিমেষ
সকল চাওয়া সকল পাওয়া আসা যাওয়া শেষ;
পাগল বিজয়ের নাই সেই ভাবের লেশ
অভাবের কান্না কেবল।।