যায় যায় সুদিন দিনে দিনে দিন হইল শ্ৰীগুরু কৃষ্ণ
পদাশ্রয়।।
নাম চিন্তামণি তারিতে তরণী কলি তমাঘোর পার হইতে
যদি হয়।
বিদ্যাবুদ্ধি ধন জন আর রূপ গুণ কুল সব তুষের ভাণ্ডার।
চক্ষু কৰ্ণ আদি ইন্দ্ৰিয় সবার কৃষ্ণ ভজনবাদী হইল রিপু ছয়।
মুখে মাত্ৰ বলি আমি ওই কৃষ্ণের দাস।
চিত্তে নাই কৃষ্ণ নামের গন্ধ বাতাস।
নারীপুত্র রসে করি গৃহে বাস
স্বপনেও স্মরণ না হয়।
অর্মাখির পলকে নাহিক ভরসা।
তবু মনে মনে করা কতই আশা
মনের দুরাশা সকলই দুৰ্দশা
নিবামা হইয়ে ভজ রসময়।
প্ৰভু রঘুকহেন শুন শ্ৰী রাধারমণ
ভারত ভুবনে এলে এ কারণ
কতই সাধনে মানব জনম
তবে হইল না। এবার পথের পরিচয়।।