যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাক মন,
যদি চলবার মতো তাই হয় তোমার
বেশি আর কি প্রয়োজন।।
অবস্থায় রাখিতে সন্তুষি।ট
সাত্বিক জ্ঞানে আধ্যাত্মিক দৃষ্টি
মানবজীবন সার্থক হবে জাগলে এই কৃষ্টি;
ঝরে অঝরে অমৃত বৃষ্টি
অমরের বাঞ্ছিতধন।।
অসীম-অনন্ত কালের ভিতর
তোমার দাবি শতখানেক বছর
জীর্ণ জরা রোগ শোক তাহার মধ্যে বহুতর;
আরো কে জানে সেই কালের খবর
কখন আসবে কাল শসন।।
সাধনার লাগিয়ে জড়দেহ
পরিমিত খোরাক তার দেহ
মনের খোরাক মনমানুষের ভক্তি প্রেম স্নেহ;
সে যে নির্মল এক চিন্ময় গেহ
চির শান্তিনিকেতন।।
অনিত্যে হয়ে অনুরক্ত
বাসনা বানায় অতিরিক্ত
যতো পায় আরো বেশি চায় বিষয়-আসক্ত;
শেষে সকল বিষয় হয়ে রিক্ত
হয় সব আস্বাদন।।
ভগবানবিমুখী বড়োলোক
সর্বস্ব মেনেছে ইহলোক
বিশ্বপ্রেমের মহাজন।।
দেহ রাজ্যের কার্যাদি বিরাট
সেই রাজ্যে যে ফেলো শাসনপাট
নাই তাহার বিষয়ের বসনা বিভ্রাট
সে যে আত্মবিজয়ী বিশ্বসম্রাট
করে স্বায়ত্বশাসন।।
পাগল বিজয় কয়, সেই মানুষ প্রধান
যদি মেলে তাহারি সন্ধান
তার চরণে ঢালিয়ে দাও সকল মনপ্রাণ
তোমার কেটে যাবে পারের তুফান
হামমাচায় থাকলে সেই জন।।