যা যা ফানার ফিকিরি জানগে যারে।
যদি দেখা বাঞ্চা হয়, সে চাদেঁরে।।
ফিকিরি কিসের ফিকি
কিসের ফিকিরী,
নিজে হও ফানা
ভাব রব্বানা দেখে শমন যাক ফিরে।।
নিজরুপ মুরশিদরুপ মাঝার
আছে ফনার বিধি মনরে আমার,
বিছে মরিশিদরুপ, মনরে সে স্বরুপ
মিশাও সাইঁর অটল নূরে।।
ফানার ফিকির মরশিদের ঠাইঁ
তাই মুশিদ ভজন আইন ভেজলেন সাইঁ,
সিরাজ আইঁর কুপায়,
অধীন লালন কয়, জাজন করলে সাইঁ রত রে।।