এবার যা হবার তা হলোরে ভাই
চলো দেশের মানুষ দেশে ফিরে যাই।
আমি যা বাবলাম তা হলো নারে
যা না ভাবলাম হইলো তাই।।
সৃষ্টির সেই প্রভাত হতে
উঠিয়া এই জীবন রথে
এসে এখন সন্ধ্যার পথে ঘুরিয়া বেড়াই;
পথে রূপের ঋণ ভাবের বন্যারে
কতো হাসি কান্না দেখতে পাই।।
ভেঙ্গে গেছে দিনের মেলা
অন্ধকার সন্ধ্যা বেলা
দাঁড়ায়ে আছি একেলা ব্যাকুল চোখে চাই;
আমার হারানো পথের সন্ধান রে
আমি আঁধারে কারে শুধাই।।
ভবের ঞাটে হেঁটে হেঁটে
দিন তো প্রায় গিয়াছে কেটে
সারাজীবন খাটনি খেটে কি পেয়েছো ভাই;
যদি কেহ কিছু পেয়ে থাকো রে
হারে আমি তো কিছু পাই নাই।।
পাগল বিজয় বলে, আঁধার রাতি
কেহ নাই আর পথের সাথি
খুঁজিছে পথ পাতি পাতি যাত্রীরা সবাই;
কেবল চলার পথের চির সাথিরে
সেই দীনদরদী মালিকসাঁই।।