যে অভাবে কাঙ্গাল হলাম ওরে ছিদাম দাদা
যে অভাবে কাঙ্গাল হলাম ওরে ছিদাম দাদা
আমার বেণু ধড়া মোহনচূড়া সব নিয়েছে রাধা।।
খত্ব লিখলাম নিজ হস্তে
ললিতা বিশাখার সাথে
খত্বের সহি তাতে;
কিঞ্চিৎ ঋণ শোধ করলাম রে
খত্বে উসুল না দেয় রাধা।।
শ্রী রাধার ঋণ শোধবার তরে
এলাম ডোর কপনি পরে
রাধার ঋণের তরে;
কাঁদি সে দিন দিন বলে
সে দিন না দেয় রাধা।।
প্রেমের দায়ে মত্ত হয়ে
নিজ শিরে বাঁধা লয়ে
এলাম নিজ আলয়ে;
সিরাজ সাঁইজি কয়, ওরে লালন
বলো জয় জয় রাধা।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….