যে খুঁজে মানুষে খোদা
সেই তো বাউল
বস্তুতে ঈশ্বর খুঁজে
পাই তার উল
পূর্ব জন্ম না মানে
ধরা দেয় না অনুমানে
মানুষ ভজে বর্তমানে
হয় রে কবুল।।
বেদ তুলসী মালা টেপা
এসব তারা বলে ধুঁকা
শয়তানে দিয়ে ধাপ্পা
করে ভুল
মানুষে সকল মেলে
দেখেশুনে বাউল বলে
দীন দুদ্দু কি বলে
লালন সাঁইজির কুল।।