যে গানটা শুধু আমার
এ জীবনের উপহার
তুমি যে কাঁদিবে তা ভাবিনি
তবে কি এ গান তোমার জীবনী।।
যত কাঁদি লাগে ভাল
মন আগুনে জ্বলি
ঐ কথা মনে হইলেই গানটারে তুলি
যে গানের বাঁধনে
ছিলাম শুধু দু’জনে
মধু মিলনে এক রজনী
তবে কি এ গান তোমার জীবনী।।
ফুটন্ত গোলাপের ফুল যৌবনানন্দে
আজ মনে ঢেউ খেলে যে গানের ছন্দে
এলো কেশী মাথার চুল
কুড়াই যত ঝরা ফুল
ভুল করে যে ফুল তুমি তোলোনি
তবে কি এ গান তোমার জীবনী।।
তারে খুঁজে পাব না, হারিয়েছি যে মন
হয়তো ফুরিয়ে যাবে
ক্ষনিকের এ জীবন
মিলনের প্রান্তরে
তবু খুজিবে তারে
যারে দিয়েছি এত রাগিনী
তবে কি এ গান তোমার জীবনী।।