যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে।
তার কি আর জাতির ভয় আছে।।
সুতোর টানে পুতুল যেমন
নেচে ফেরে সারা জনম,
নাচায় বাঁচায় সেহি একজন
গুরু নামে জগৎ জুড়েছে।।
গুরুমাখা ত্রিজগৎময়
কান্নাহাসি স্বর্গনরক হয়,
উত্তম ম্লেচ্ছ কারে বলা যায়
দেখ গভীরেতে বুঝে।।
সকল পুণ্যের পুণ্যফল
গুরু বিনে নাই সম্বল,
লালন কয় তার জনম সফল
যে জন গুরুধন পেয়েছে।।