(তাল – ঠুংরী)
রূপ সাগরে যে জন ডুবেছে।
সে যে স্বরূপ রূপে নয়ন দিয়ে, মনের মানুষ বলে কাঁদতেছে।।
হয়ে সে রূপের আশ্রিত, ডুব দিয়ে জনমের মত;
ও সে হয়ে রূপের অনুগত, প্রেম সাগরে ভাসতেছে।।
ডুবু ডুবু নয়ন তারা, দুনয়নে বহে ধারা;
ওতার প্রেমে তনু জ্বারা দ্বারা, মরমে দাগ লেগেছে।
হাই-হুতাশ বাতুলের মত, কেঁদে বেড়ায় অবিরত;
ও সে সমর্পিয়া আত্বস্বার্থ, সাঁই বলে হাই ছাড়তেছে।।
হরিচাঁদের প্রেম বাতাসে, গোলোকচাঁদ তরঙ্গে ভাসে;
দয়াল মহানন্দ ঐরূপ রসে, পাগল বেশে ঘুরতেছে।।
ডেকে বলে তারকচন্দ্র; অশ্বিনী তোর যায় না সন্দ;
ঐ দেখ উদয় হ’ল হরিচন্দ্র, জগৎ আলো করছে।।