(তাল-ঠুংরী)
যে জন ভাব সাগরে ঝাপ দিয়েছে
তার কিরে আর ভাবনা আছে।।
সদা বলে হরি, অতল বারি, মায়ার ভেরি ছুটে গিয়াছে।।
১। ভাব সাগরের কুল কিনারা নাই,
(ও তার) তিনটি ধারা, বহে সারা দিবা বিভা ঠাঁই।
দেখে তুফান ভারি, দিশে হারি, অজ্ঞান বন্ধু এল কাছে।
২। অনুরাগ এক বান ডেকে সাগর,
ভীষন গর্জ্জিয়া উথল দিচ্ছে ভয়ঙ্কর।
খিলে আকাশ, পাতাল, সে সপ্ত তাল;
মহা প্রলয় ঘটিয়েছে।।
৩। প্রেম বারির উত্তেজনে, মহা বিপ্লব, বৃক্ষাদি সব, বিশ্ব জীবজনে।
যত সাধু মকর, হয়ে বিভোর তরঙ্গে সাঁতার খেলতেছে।।
৪। হরি গোসাই বলে দীনা শোন,
ভাব সাগরে মকর সেজে করগে ভ্রমণ।
হইলে অনুগত, মনের মত, থাকবি মন মানুষের কাছে।।
………………………………………
রাগিনী-অরুণ ভেরি