(তাল – গড় খেমটা)
যে জন রক্ষা করে পিতৃধন,
সেই সে ভবে বাপের বেটা বিচক্ষণ।।
পিতৃধন না করে যতন, ও সে অধ্যেপ্যতে অভাজন।।
পিতৃধনের উপরে, হরিধন বিরাজ করে,
লয়ে রাসেশ্বরী, রাসবিহারী মহারাস করে,
যে জন অটল মানুষ, প্রেমে বেহুঁশ সেই করে রূপ দরশন।।
পিতৃধন রাখা বড় দায়, কইতে লাগে ভয়;
চুম্বক লোহার আকর্ষনে নার লোহা খসায়;
তেমনি মায়াবিনী চুম্বক লোহায়, পিতৃধন করে হরণ।।
নিষ্কাম সুখ বড় আনন্দ, তাতে নাই কামের গন্ধ;
যে জন ভবে করেছে সেই মদনকে বন্ধ,
ও তার হৃদয় দোলে প্রেমানন্দ, নিরানন্দ নাই কখন।।
ও যার গুরুতে আর্ত্তি, ও তার খন্ড রতি;
দিবানিশি দেখতে পায় সে, রসরাজ মূর্ত্তি;
সে প্রাপ্ত হয়ে প্রেম পিরীতি যুগল সেবার মহাজন।।
গোঁসাই তারকচন্দ্র কয়, যে জন উর্দ্ধরেতা রয়,
কাম গন্ধহীন প্রেম পিরীতি, সেই সে প্রাপ্ত হয়,
ওরে অশ্বিনী মোহিনীয় মায়ায়, কাম কুপে হলি পতন।।