(তাল-কহরাবা)
যে জন সতী নারী হয় পরিত পদে মনকে বেধে মহানন্দে রয়।
যিনি সৎ কুলোদ্ভবা কন্যা তিনি পতিব্রতা হয়।।
১। অসৎ কুল জাতা কন্যা পিতৃ মাতৃ দোষে,
কুলটা হইয়া তাকে সর্ব্বশাস্ত্রে ঘোষে।
ওসে স্বর্গ বেশ্যা অপ্সরা গনের জন্ম তারা হয়।।
২। স্বামী যদি গুণবান তবুও কখন,
করে না তাহার সেবা, গুণ দিয়া মন।
করে নিন্দা ভৎসন, সে সর্বক্ষণ এই ব্যবসা সদারয়।।
৩। অগ্নি মধ্যে সর্প মুখে, কন্টকের বন,
বসতি করা সহ্য হয়, তবুও কখন।
তবু দুষ্ট নারী, অতি ভারি, সঙ্গ করা নাহি যায়।।
৪। ভেবে হরি গোসাই বলে, শুনহে সবায়,
রমনী কলে দুষ্টা, কিন্তু কভু নয়।
ওরে শুনরে দীনা, মন দিলিনা, কেন গুরুপতির পায়।।
……………………………….
রাগিনী-জয়জিয়ালই