(তাল-ঝাপ)
যে জন হরি ভক্ত হরি পরায়ন
হরি নামে ঝরে দু’নয়ন – তার কি ভবে ভাবনা আছে।
ও তার অনুরাগের তনুখানি হে, সারা দিবা নিশি জ্বলতেছে।।
১। তিনি ভাব নদীতে ঝাপ দিয়েছে, প্রেম তরঙ্গে ঢেউ খেলতেছে,
স্নেহের মন্দির ভেঙ্গে গিয়েছে।
নাই তার স্নেহের মন্দির, ভাবে অস্থির হে,
ও তার ছয় ভ্রাতা সদা নাচে।।
২। প্রেম সাগরের তরঙ্গ ভারি, বাহিতেছে স্রোত বারি,
মায়ার ভেরি ছুটে গিয়েছে।
তাহার নাই কোন ঠিক, হয়ে বিদিক হে,
তিনি পথ বিপথে চলতেছে।।
৩। মাঝে মাঝে হয় উতলা, ভাবেতে হয়ে বিভোলা,
কি করিতে কি না করতেছে।
তখন বেগের চোটে, প্রাণ যায় ফেটে হে,
শুধু হতাশে তার প্রাণ আছে।।
৪। হরি গোসাই বলে দীনা, এমন সুদিন আর পাবিনা,
সুযোগের পথ কাছে এসেছে।
এবার হরিবলে বাহু তুলে হে,
ও তুই চলে যা গুরুর পিছে।।
………………………
রাগিনী-উরুশেন