যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম
যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম।
সেই দুঃখের দুখ না হলো সুখ তাইতে নদেয় এলাম।।
যদি দেখা পাইতাম হা রে
সকল কথা কইতাম তারে
ওরে কইতাম;
বড় আশা ও ভাই সখা
আমি তাই তো আসিলাম।।
শোন রে ভাই ছিদাম নফর
দুঃখ শুনে কাজ নাই তোর
নাই আমার স্থান;
নূতন সাধন করব এখন
তাই তো ডোর-কোপিন পরলাম।।
দেবের দেব বাঞ্ছে সে-ধন
কোথা গেলে পাব এখন
বল ভাই সুদাম;
লালন সেই আশায় আছে
আজ যদি তারে পেতাম।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….