যে পথে সাঁই চলে ফেরে
যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে।।
সে পথে আছে সদায়
বিষম কালনাগিনীর ভয়
যদি কেউ আজগবি যায়
অমনি উঠে ছোঁ মারে;
পলকভরে বিষ ধেয়ে তার
ওঠে ব্রহ্মারন্ধ্রে রে।।
যে জানে উলট-মন্ত্র
খাটায়ে সেই তন্ত্র
গুরু-রূপ করে নজর
বিষ ধরে সাধন করে;
ও তার করণ-রীতি সাঁই দরদী
দরশন দিবে তারে।।
সেই যে অধর ধরা
যে দিকে ও চাহে তারা
চৈতন্য-গুণীন যারা
গুণ শেখে তার দ্বারে;
সামান্যে কি পারবে যেতে
সেই রূপ কাপের ভিতরে।।
ভয় পেয়ে জন্মাবধি
সে পথে না যায় যদি
হবে না সাধন সিদ্ধি
তাও শুনে মন ঝরে;
লালন বলে, যা কর সাঁই
থাকতে হয় সে পথ ধরে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….