যে পরশে পরশে পরশ তারে চিনে নে না।
সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা।।
পরশমণি স্বরূপ গোসাই
যে পরশের তুলনা নাই,
পরশিবে যে-জন তাই
ঘুচিবে জঠর যন্ত্রণা।।
কুমীরেতে পরকে যেমন
ধরায় সে আপন বরণ,
স্বপরশে জানি রে মন
এমনি যেন পরশনা।।
ব্রজের ওই জলদ কালো
যে পরশে পরশ হলো,
লালন বলে মন রে চলো
জানিতে সেই উপাসনা।।