যে ভাবে সাই নবীর সাথে
মিশলেন মেয়ারাজে, তা কেউ না জানে দুনিয়াতে।।
নালায়ন পায় নবীজীরে, নিলেন সিংহাসনে শূন্য ভরে
সেহিত মহব্বত জোরে, তিরিশ বৎসর যায় এক রাতেতে।।
আশেকে মাশুক মিশিল, দুই দেহ এক দেহ হল
চিহ্ন ভিন্ন না রহিল, যেমন কূপ জলে গঙ্গা জলেতে।।
নবীর মত পিয়ারা নাই, নবী দেহ জান মালেক সাই
দেহ ছাড়া জান থাকে নাই, প্রেমের নাইক রে সীমা দিতে।।
অতুল্য প্রেম তুলনা নাই, আল্লা নবীর মিলন যেয়ছাই
দুদ্দুর ডেকে কয় লালন সাঁই, নবীর ছায়া নাই এই ভূমেতে।।