যে হালেতে রাইখো সাই, আমি সেই হালে থাকি
অধিক আর বলব কি।।
কখনও দুগ্ধে চিনি, ক্ষীর ছানা মাখন ননী,
কখনও জোটেনা কেন আমানী, কখনও অ-লবণ শাক ভুকি।।
কুল আলম তোমারই, কুদরত নিহারী
তুমি কৃষ্ণ তুমি কালি, তুমি দিন বারি, তুমি হও রোগী ব্যাধি
তুমি বৈদ্য তুমি ওষধি, তুমি সকল কাজের বল বুদ্ধি
তোমার ভাব ভঙ্গি বোঝা ঠকঠকি।।
দু:খ দিতে তুমি, সুখ দিতে তুমি
মান অপমান তোমার হাতে সুনাম বদনামী
তুমি খাও তুমি খিলাও, তুমি দাও তুমি বিলাও
তৈয়ারী ঘর ছেড়ে তুমি পালাও, আমারে ঘুরাচ্ছ দিয়ে ফাঁকে।।
তুমি সর্ব ঘটে রও, সর্বরূপ হও, ভাল কথা মন্দ কথা সকল তুমি কও
কহিছে বিন্দু দাদু, তুমি চোর তুমি সাধু, তুমি মুসলমান তুমি হিন্দু
আমি তাই কবীর চাঁদ বলে ডাকি।।