যৌবনে কী করলাম গো সই সোনা বন্ধর লাগিয়া
নতুন বয়স কাটাইলাম সারা নিশি জাগিয়া গো সই।।
মাতা পিতার কোলেতে মুই হাসিয়া খেলিয়া
নাইয়র করিতে আইলাম সুস্বামী ত্যাজিয়া গো সই।।
বিদেশের বিপাকে পড়ে ঠেকছি মায়াজালে
আপনা থুইয়া পরের সেবায় দিন গেল চলিয়া গো সই।।
কৃপাগুনে পেয়েছিলাম ঐনা সুন্দর কায়া
লোকেরে দেখাইয়া গেলাম বিলাসে ভুলিয়া গো সই।।
জালাল বলে অন্তরে মোর সদায় আগুন জ্বলে
শেষের দিনে নিভায় যদি প্রেমের বারি দিয়া গো সই।।