এমন মধুর নামে রতি না জন্মিল রে
নির্বলের বল বন্ধু কেবল হরি।।
নাম যজ্ঞ মহামন্ত্র উপাসনা কর হে
যদি নাম নিরলে নিতে পার
পাপতাপ দূরে যাবে মধুর হরির নামেরে।।
পঞ্চ দিয়া পঞ্চ ধর আরেক পঞ্চ সাধন কর রে
পঞ্চ দিয়া পঞ্চকে উদ্ধারো-
পঞ্চ লইয়া চল সাধুর বাজারে রে।।
মাইয়ার অনুগত হয়ে প্রেম সাধনা করো হে
মাইয়া যে হয় অনঙ্গ মঞ্জরী
মাইয়ার প্রেমে উদয় হয় কিশোর কিশোরী রে।।
ভাইব রাধারমণ বলে আমার বন্ধু কেবা আছে
ভব নদী দিতে চাও পারি
ভব নদীর পারি দিতে শ্রীগুরু কান্ডারীরে।।