মিনিজেরোড : ‘আপনি কি আমেরিকাকে মহা ইউরোপীয় শক্তিগুলোর মতো সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতাশূন্য মনে করেন বা আপনি কী মনে করেন, অনাধ্যাত্মিকতার মশাল সেখানে এখনো প্রজ্বালমান?
রবীন্দ্রনাথ ঠাকুর: আমার বিশ্বাস আমেরিকা আদর্শের অনুসন্ধান করেছে, নিশ্চয় কিছু আমেরিকাবাসী অনুসন্ধান করছেন। আমার সেই ভবিষ্যদ্বাণী করার যোগ্যতা নেই। ভালো জিনিসের এই অনুসন্ধানকারীরা জেগে উঠবেন বিরুদ্ধবাদীদের ভারে আচ্ছন্ন হয়ে বা তাঁরা পৃথিবীর সর্বত্র তাঁদের বক্তব্য পৌঁছে দিতে পারবেন এবং সব মানুষের মঙ্গলের জন্য এক বড় শক্তি হবেন। সব মানুষ আশা করে, তাঁরা সাফল্য লাভ করুন।
[রবীন্দ্রনাথের এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন মিনিজেরোড ১৯১৬ সালে। নিউইয়র্ক টাইমস পত্রিকায় ‘ল্যাক অব আইডিয়ালস: ইস্টার্ন পোয়েট অন সিভিলাইজেশন’ শিরোনামে এটি মুদ্রিত হয়েছিল। ১৯২৬ সালের ২ ডিসেম্বর এটি পুনর্মুদ্রিত হয় নিউজিল্যান্ডের দ্য উইকলি প্রেস পত্রিকায়।]
কৃতজ্ঞতা: মুহাম্মদ হাবিবুর রহমান