ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

রবেনা কেউর দিন চিরদিন সুদিন কুদিন
একদিন দিনের সন্ধ্যা হবে।।

ইষ্টি কুটুম ভাই বেরাদর কেউ নাহি তোর
শেষের দিনে সঙ্গে যাবে-
দুনিয়াতে আইলে একা যাইবে একা
পথের দেখা পাইলে সবে।।

মায়ার হাট মায়ার বাজার হাজার হাজার
এল গেল ঠিক নাই কবে-
ফিরে যে আর কেউ আসেনা নাও ভাসেনা
দম সাগরে ডুবলে তবে।।

ঐ যে দালান কোঠাবাড়ী সারি সারি
সুন্দরী নারী পইড়্যা রবে-
ভব সাগরে দিবে পাড়ি কঠিন ভারি
একলাই তরী বেয়ে যাবে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!