করুনা সাবানে গুলা, রহমতেরি দরিয়া।
ধুইলে জংগার হয় পরিষ্কার, পাপ অক্ষর যায় মিঠিয়া
থাকবে কি আর সুখি হইয়া, আমার যদি রয় দুর্নাম।।
তোমার হাতের নৌকা তৈয়ার, দাঁড় বৈঠা দাঁড়ি মাঝি
কেউ তালে কেউ বেতালে, কেউ রাজি কেউ অরাজি
সংগুনে হারাইয়া পুঁজি, রইলনা এক আনার দাম।।
সৎপথে অকর্ম দেখি, নিশ্চই তুমি করবে রাগ
ধর্মপত্রে জানাইয়াছ, রেখেছো জ্বলন্ত আগ
যদি হে পাই বিন্দু সুহাগ, এই আশাতে রহিলাম।।
অফুরন্ত নাম তোমার, সবই তুলনাবিহীন
বন্ধু কইয়া ডাকলে তোমায়, শান্তি পায় আমির উদ্দিন
সর্বকুলে তোমারি অধীন, তুমি মুনিব আমি গোলাম।।