রাই সাগরে ডুবলো শ্যামরাই
রাই সাগরে ডুবলো শ্যামরাই
তোরা ধর গো হরি ভেসে যায়।।
রাই সাগরে তরঙ্গ ভারী
তাতে ঠাই নিতে কি পারবেন শ্রী হরি,
ছেড়ে রাজস্ব প্রেমের উদ্দেশ্য
ছিন্ন কাথা ঊরে গায়।।
চার যুগে কেলে সোনা
শ্রী রাধার দাস হতে পারলো না ,
যদি হত দাস মিটতো মনের আশ
ফিরে আসতো না আর নদিয়ায়।।
তিনটি বাঞ্ছা অভিলাষ করে
জন্ম নিলেন প্রভু শচীর উদরে
সিরাজ সাঁইয়ের বচন
মিথ্যা নয় লালন সে ভাব জানলে রসিক হয়
তোরা ধর গো হরি ভেসে যায়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….