(তাল-ঠুংরী)
রাত্রি দিনে কায়োমনে ভজ আমার মন।
দেহ থাকতে চেতন হয়ে মগন, প্রানপনে করগে সাধন।।
১। গুরু ভজন করবি যদি, ছেঁড়ে দেরে ঐ বেদ বিধি।
জপ কর নাম নিরবধি, নির্ম্মল প্রেমে মিলে সেই ধন।।
২। বেদ বিধির পার হল যেইজন, তার হয়েছে সাধন ভজন।
ছয় রিপু করেছে দমন, জন্ম মৃত্যু হল নির্ব্বাণ।।
৩। মনপ্রাণ হৃদয় শুচি, নাম রসেতে রাখ রুচি।
নিও ঐ নাম সর্ব্বশুচি ঘুম যেও না থেক চেতন।।
৪। উগ্রচন্ডা পরিহসি, ঘুমের ঘরে করে চুরি।
(যে জন) ঢলে নিন্দ্রার কোলো পড়ি
দেখায় স্বপ্ন, হরে নেয় ধন।।
৫। আদিত্য কয় শুনরে দীনা, ভজন বিনে সাধন হয়না।
হরি গোসাইর উপাসনা, ভজনে হয় বাঞ্ছা পূরণ।।
…………………………………
লোকশিক্ষা
রাগিনী-বিরহাসী