(তাল – ঠুংরী)
কে বলেরে রিপু ছয় জন॥
এরা গুরু সেবার মূল মহাজন।।
কামকে লাগাও গুরু সেবায়, ক্রোধ ভক্ত দ্বেষী জনায়
লোভ সাধু সঙ্গে সদায়, করুক হরি নাম সংকীর্ত্তণ।।
মোহ রূপ দরশনে, মত্ত থাকুক নিশি দিনে;
মত্ত হরি গুণ গানে, করুক সদা প্রেম আস্বাদন।।
মাৎসর্য্য মত্ত মাতঙ্গ, মহাভাবে দোলাক অঙ্গ;
যার গুণে হয় প্রেম তরঙ্গ, শীতল করে তাপিত জীবন।।
দেহ চালায় এই ছয় জনে, নিবে নিত্য বৃন্দাবনে;
দেখাইবে হরি ধনে, শঙ্করের সাধনেরই ধন।।
গুরু পদে মতি রাখ, সদয় সাবধানে থাক;
অশ্বিনী তোর নাই বিপাক, পাবি হরির যুগল চরণ।।