রূপের ঘরে ডুব দিয়ে দেখস্বরূ ছাড়া নাই সাধন
স্বরূপ তোমার সেই রূপ বটে, ঘটে ঘটেই নিরঞ্জন।।
স্বরূপে রূপ মিশে যাহার, হয়ে যায় সে একই আকার
কাষ্ঠ লোহা পুড়ে অঙ্গার, আগুনেতে হয় যেমন।।
খেদার প্রেমে হয় আশেক, মনসুরে কয়আন্তাল
অবশেষেআইনাল-হ-আমিই আমার নিরঞ্জন।।
বুজে দেখ ভাবের ঘরে, খেলছে খেলা চার রং ধরে
আলেফ-, হে-মিম-দাল অক্ষরে যুগে যুগে হয় মিলন।।
মোহাম্মাদে আলেফ নাই, স্বরূপে মশিলেন সাই
এক মিমে ঘেরিল তাই, আহাম্মদের গুলবদন।।
আউয়ালে আহাদ ইছিম, আহাম্মদে পাইল জিছিম
কালেব লইয়া মিম, আলাপেতেই হয় গোপন।।
আদমেহ উঠাইয়া নিল, হাওয়াতে মিশায়ে দিল
ধরা মানুষ অধর হইল, জালালে কয় পাই না এখন।।