রূপ দেখিলাম জলের ঘাটে ভুলাইলে না ভুলা যায়
সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায়।।
একদিন জলের ছায়ায় রূপ দেখিলাম নদীয়ায়
পূর্ণিমারো চন্দ্ৰ যেমন ঝলক মারে সারা গায়।
দেখা মাত্র সার হইল কাঞ্চা ভিড়া হইল দায়
আমায় ছেড়ে প্ৰাণবন্ধু ভুলিয়া রইলো মথুরায়।
সব সখী মিলিয়া বাস রোগ বারণের চিস্তনায়-
প্ৰেম রোগের ওষধ সইগো–কোন বাজারে পাওয়া যায়
সব করিও না নাশ গো তোরা অন্তর জলে যন্ত্রণায়
বৈদ্য আনি দেখাও গো তোরা নইলে আমার প্রাণীই যায়
ভাবিয়ে রাধারমণ বলে প্ৰেম জ্বালায় প্ৰাণই যায়
বন্ধের কাছে নেও গো মোরে ধরি তোদের রাঙ্গা পায়।