সব লোকে কয় লালন কী জাত সংসারে।
লালন বলে জাতের কী রূপ
দেখলাম না এ নজরে।।
সুন্নত দিলে কয় মুসলমান
নারীর তবে কী হয় বিধান,
বামুন চিনি পৈতেয় প্রমাণ
বামুনী চিনি কী করে?
কেউ মালা কেউ তজবী গলে
তাই তো রে জাত ভিন্ন বলে,
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে।।
জগৎ বে’ড়ে জাতের কথা
জাতের গল্প যথা তথা,
লালন বলে জাতের ফাৎনা
ডুবিয়েছি সাধ-বাজারে।।