লাল রঙেতে সাঁইজির বরণ
আল্লা করেছে এই ত্রিভুবন।।
জ্বালায় বাতি আপে খোদ, বাতি হইল মুহম্মদা
বিনা তেলে জ্বলছে বাতি, লম্বা-চওড়া চৌদ্দ ভুবন।।
পানির ভিতর আছে নূরী, আগুন দিলেন ভোদে বারী
সে ভেদ তোমার বুঝিতে নারি, উদয় দিছে নূরের রৌশন।।
পানির মধ্যে যেখানে জ্বলছে বাতি, সেথা নাই দিবারাতি
মনি পাথরের হয় উৎপত্তি, নূরী বাতিতে তাহার গঠন।।
ফকির চাঁদ ইহাই ভনে, বিলাত-বসে ভাবছ কেনে
নিষ্ঠা রেখ গুরুর চরণে, পাবে সে দিন দিব্য নয়ন।।