লায়লাহা ইল্লাল্লাহ জেকের মওলা, বড় দম ব-দমেতে
দমেতে কর লেহাজ, আকবরী হজ্ব, হবে তোমার দেল কাবাতে।।
নবীজীর হুকুম সার-এ জারি করে আবু হোরা জেকেরেতে,
জেকেরের গুণাগুণ, সব মজমুন, লিখিলেন বেলায়েতে।।
দমে যে করে ধিয়ান, পায় সে সন্ধান,
মোরা-কাবা হয় যাহাতে, মোশাহাদা করে হাছেল
হয় সে কামেল, হাজির থাকে হুজুরেতে।।
ছাদেকী এস্ক হলে, নেস্তহালে, গম হয়ে যায় নূরের সাথে
বাতাসা পানিতে জ্যায়ছা, মেলে ত্যায়ছা, নফি এজবাতেতে।।
কামেল মুরশিদ যার হয়, সেই জানতে পায়, আয়নাল ফোকারে যাতে,
লালন শাহ্ দরবেশের বচন, হয় না স্মরণ, দুদ্দু না ডুবিল তা’তে।।