লোনা গাঙ্গে সোনার তরী বেয়ে যাই
সু-রসিক নেয়ে ঠাণ্ডা হয়ে, বাঁক বুঝে পারি জমাই।।
অনুরাগী মায়াত্যাগী হরি নামের গুণ গায়
গুরুপদে নিহার দিয়ে, বসে আছে হাল মাঁচায়।।
নদী ধরে ধীরে ধীরে, গভীর নীরের খবর লয়
জোয়ার এলে নৌকা খোলে, ছাড়েনা ভাটার সময়।।
ঘাগী মাঝি কাজের কাজি, পাল তুলে দেয় সু-হওয়ায়
রূপ রসনের তরীখানি, জলগাবি লাগেনা তায়।।
ছয় জন দাড়ি আজ্ঞাকারী, সাধ্য কি যে গোল বাঁধায়
পোষ মেনেছে মাঝির কাছে, ডুবে আছে নাম সুধায়।।
গোঁসাই কবীর চাঁদে বলে, রসিকে পার হয়ে যায়
যাদু-বিন্দুর টোলে ডোঙ্গা, ডুবে মল সাঁঝবেলায়।।