গোষ্ঠে চলো হরিমুরারি
লয়ে গোধন গোষ্ঠের কানন
চল গোকুলবিহারী।
গোষ্ঠে চলো হরিমুরারি।।
তুই আমাদের সঙ্গে যাবি
বনফল সব খেতে পাবি,
আমরা ম’লে তুই বাঁচাবি
তাই তোরে সঙ্গে করি।।
ওরে ও ভাই কেলে সোনা
চরণে নূপুর দে না,
মাথায় মোহন চূড়া নে না
ধড়া পর বংশীধারী।।
যে ত্বরাবে এই ত্রিভূবন
সে যাবে আজ গোষ্ঠের কানন,
ঠিক রেখ মন অভয় চরণ
লালন ওই চরণের ভিখারি।।
গোষ্ঠে চলো হরিমুরারি-
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….