শহরে ষোলজনা বোম্বেটে।
করিয়ে পাগলপারা তারা নিল সব লুটে।।
রাজ্যেশ্বর রাজা যিনি
চোরের শিরোমণি,
নালিশ করিব আমি
কো্নখানে কার নিকটে।।
পাঁচজনা ধনী ছিল
তারা সব ফতুর হল,
কারবারে ভঙ্গ দিল
কখন যেন যায় উঠে।।
গেলো ধন মালনামায়
খালি ঘর দেখি জমায়,
লালন কয় খাজনারি দায়
কখন যেন যায় লাটে।।